বরিশাল রামকৃষ্ণ মিশন
অবস্থানঃ
জেলাঃ বরিশাল
উপজেলাঃ বরিশাল সদর
ইতিহাসঃ
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের উদ্দেশ্যে তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে গড়ে তোলেন ধর্মীয়, আধ্যাত্মিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। ১৯০৪ সালে বরিশালে সর্বপ্রথম রামকৃষ্ণ মিশনের কেন্দ্র স্থাপিত হয় ও ১৯১১ সালে একটি প্রধান শাখা হিসেবে কর্মপরিধি বৃদ্ধি পায়। ১৯৩৫ সালে স্বামী বিজনানন্দ মহারাজ নান্দনিক বিবেকানন্দ প্রার্থনালয়টি উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে দানবীর অমৃত লাল দের উদ্যোগে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বিএম কলেজ রোডে নবরূপে রামকৃষ্ণ মন্দির ও সারদী সুন্দরী ভবন নির্মিত হয়। বর্তমানে এখানে ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস, গ্রন্থাগার, একটি দাতব্য চিকিৎসালয় ও হোমিওপ্যাথি চেম্বার, ব্যায়াম প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতিবছর এখানে দূর্গাপূজা ও কালীপূজায় অজস্র মানুষের পদধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ।
জেলা শহর হতে যাওয়ার উপায়:
বরিশাল শহরের চৌমাথা বাজার থেকে লোকাল সিএনজি বা রিক্সা করে বি এম কলেজ রোডে আসতে হবে। বি এম কলেজ রোডে এসে পায়ে হেঁটে অনায়াসে রামকৃষ্ণ মিশন পৌঁছাতে পারেন।



পুঠিয়া বড় শিব মন্দির
পুঠিয়া বড় শিব মন্দির অবস্থানঃ জেলাঃ রাজশাহীউপজেলাঃ পুঠিয়াগ্রামঃ পুঠিয়ারাজশাহী শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি দিকে এগোতে

শ্রী শ্রী গোবিন্দ ও
শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির অবস্থানঃ জেলাঃ রাজশাহী উপজেলাঃ বাগমারা রাজা কংস নারায়ণ রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী

শ্রী শ্রী হান্ডিয়াল জগন্নাথ
শ্রী শ্রী হান্ডিয়াল জগন্নাথ মন্দির অবস্থান:জেলাঃ পাবনাউপজেলাঃ চাটমোহর উপজেলা সদরের ১৮ কিলোমিটার দক্ষিণ দিকে এর অবস্থান।গ্রামঃ হান্ডিয়ালইতিহাস:ত্রয়োদশ-চতুর্দশ খ্রিষ্টাব্দে বাংলাদেশের অন্যতম