শ্রী শ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রম
অবস্থানঃ
জেলাঃ চট্টগ্রাম
উপজেলাঃ বাঁশখালী
অবস্থানঃ জঙ্গলজলদি
ইতিহাসঃ
বাঁশখালী উপজেলার জঙ্গলজলদি একটি প্রত্যন্ত অঞ্চল। সেই স্থানটি হিংস্র বন্যপ্রাণী ও ডাকাতদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। স্থানটিতে এলাকার লোকরা রাতের বেলায় অবস্থান তো দূরের কথা, চলাচল করতেও ভয় পেতো। ১৯৪৮ সালের শেষদিকে এই অভয়ারণ্যে তপস্যা শুরু করেন শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ। হিংস্র বন্যপ্রাণীদের সাথে প্রতিনিয়ত লড়াই করে সাধনায় সিদ্ধিলাভ করেন তিনি। ১৯৫৫ সালে ছোটো একটি মাটির ধ্যান মন্দির নির্মাণ করেন স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ। মন্দিরটি বন্যহাতির আক্রমণে ধূলিসাৎ হয়েছিলো অনেকবার, তাও মহারাজ পিছুপা না হয়ে ধ্যান সাধনায় মগ্ন ছিলেন।
“ইচ্ছা থেকে যদি ধ্যান-ভজনে
সাধন করিও গুহায় অতি গোপনে।।”
এভাবে স্থানীয় লোকজনের নজরে আসেন মহারাজের আশ্রম। স্থানীয়রা বিভিন্নভাবে সাহায্য শুরু করেন এবং এই মাটির মন্দিরে সাধন ভজনের মাধ্যমে শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ সাধনায় মগ্ন থেকে সিদ্ধি লাভ করেন। মাটির মন্দিরটি নির্মাণের সময় সেখানে গভীর অরণ্য ছিলো কিন্তু মহারাজ সাধন-ভজনের মধ্য দিয়ে পাহাড়ী জীব-জন্তুদের সাথে রাত্রি যাপন করতেন। শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার দুইশতের অধিক কৃষ্ণমন্দির (কালী মন্দির) প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় লোকদের থেকে শোনা যায় যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা অস্ত্র ঘাঁটি হিসেবে মহারাজের আশ্রম ব্যবহার করতো, রাত্রে এসে বিশ্রাম করতো। ১৯৮৩ সালে বাবার মন্দির পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে ৩০ ফুট উঁচু গণেশের প্রতিমা, স্বামী বিবেকানন্দ এর প্রতিমা, নৃসিংহদেবের প্রতিমা। এছাড়া রয়েছে অসংখ্য মন্দির।
জেলা শহর থেকে মন্দিরে পৌঁছানোর উপায়ঃ
চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বাঁশখালী বাস যোগে জলদি নেমে পূর্ব দিকে প্রায় ৪ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে গেলে পৌছানো যাবে।



পুঠিয়া বড় শিব মন্দির
পুঠিয়া বড় শিব মন্দির অবস্থানঃ জেলাঃ রাজশাহীউপজেলাঃ পুঠিয়াগ্রামঃ পুঠিয়ারাজশাহী শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি দিকে এগোতে

শ্রী শ্রী গোবিন্দ ও
শ্রী শ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির অবস্থানঃ জেলাঃ রাজশাহী উপজেলাঃ বাগমারা রাজা কংস নারায়ণ রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী

শ্রী শ্রী হান্ডিয়াল জগন্নাথ
শ্রী শ্রী হান্ডিয়াল জগন্নাথ মন্দির অবস্থান:জেলাঃ পাবনাউপজেলাঃ চাটমোহর উপজেলা সদরের ১৮ কিলোমিটার দক্ষিণ দিকে এর অবস্থান।গ্রামঃ হান্ডিয়ালইতিহাস:ত্রয়োদশ-চতুর্দশ খ্রিষ্টাব্দে বাংলাদেশের অন্যতম