মন্দির দর্শনের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকল ধর্মীয় মন্দির ও আশ্রমগুলোর ইতিহাস ও তথ্য একত্রিত এবং প্রদর্শিত করার। মন্দির দর্শনে বাংলাদেশের প্রতিটি বিভাগের প্রতিটি জেলার সনাতনী(হিন্দু) মন্দির এবং আশ্রম সম্পর্কিত সকল প্রাচীন তথ্য থাকবে, যা বিশ্বের যেকোন প্রান্তের মানুষ আমাদের দেশের মন্দির পরিচিতি এবং অজানা ইতিহাসগুলো জানতে পারবে অতি সহজে।